Tuesday 9 September 2014

(৬১) ভালবাসা তার লম্বা লাঙ্গুলে

ভালবাসা তার লম্বা লাঙ্গুলে 
একরাশ অদম্য, কর্কশ কাঁটার রেখাপথ রেখে যায়,
আর আমরা দু'জন চোখ মুদে পার হই এ বেভুল পথ,
যেন কোনো জখম আমাদের চিরে ফেলতে না পারে দু'খণ্ডে।

অপরাধী কোরো না তোমার জলভরা চোখ,
তোমার হাত তো বিদ্ধ করেনি তরবারি,
তোমার পদতল খোঁজেনি এ পথ, 
এক ঘট শ্যামল বিষণ্ণ মধু, নিজেই এসে ভরেছে হৃদয় তোমার।

যখন বিপুল ঢেউ-তোলা প্রেম, আমাদের লুফে
আছড়ে ফেলে বিশালকায় পাথরের গায়, সে আঘাতে 
আমরা হয়ে যাই চূর্ণিত ময়দার মত অভিন্ন, এক।

এই বেদনার মুখ তখন অন্য রকম মধুময়, 
তাই বাতাসী মরশুমে, উন্মীল আলোময়তায় 
পবিত্র পাঠ পায় বসন্তের এই রক্ত-মোক্ষণ।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৯/০৯
Love dragged its tail of pain,
its train of static thorns behind it,
and we closed our eyes so that nothing,
so that no wound could divide us.
This crying, it's not your eyes' fault;
your hands didn't plunge that sword;
your feet didn't seek this path;
this somber honey found its own way to your heart.
When love like a huge wave
carried us, crashed us against the boulder,
it milled us to a single flour;
this sorrow fell into another, sweeter, face:
so in an open season of the light
this wounded springtime was blessed.
LXI, `100 Sonnets of Love' ----------by Pablo Neruda

No comments:

Post a Comment